পঞ্চগড়ের আটোয়ারীতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক উপলক্ষে ১৩ সেপ্টেম্বর রবিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভার্চুয়াল পদ্ধতিতে কুইজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহন করেন। বিজ্ঞান বিষয়ক কুইজ কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: তোবারক হোসেনের সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বিজ্ঞান বিষয়ক কুইজ কুইজ প্রতিযোগীতায় ৩টি প্রতিষ্ঠানকে বিজয়ী ঘোষনা করা হয়। ১ম স্থান অধিকার করেন আটোয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অধিকার করেন বলরামপুর মির্জা গোলাম হাফিজ বালিকা উচ্চ বিদ্যালয়, ৩য় স্থান অধিকার করেন বলরামপুর উচ্চ বিদ্যালয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। পুরস্কার বিতরণে শেষে বিজয়ীদের একটি করে সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
নি এম/নিতিশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com