মৃতরা হলেন, ওই বুদো রানী (৫০) ও সবিতা রানী (৩০)।
আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোহিদুল ইসলাম এইবেলা ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে হালকা বৃষ্টি হচ্ছিল। এ সময় ওই দুই নারী বাড়ির উঠানে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এইবেলা ডটকম/এটি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|