নওগাঁয় বাসস্ট্যান্ডে উত্যক্ত করার প্রতিবাদ করায় যাত্রীবাহী বাসের সুপার ভাইজার শ্যামলী রানী (২৬) নামে এক হিন্দু নারীকে পিটিয়ে আহত করেছে। ২৪ ফেব্রুয়ারি শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।শ্যামলী রানী পত্নীতলা উপজেলার খাড়াইল গ্রামের নিরেন কর্মকারের স্ত্রী।
শ্যামলী রানী স্বামী নিরেন জানান, বিকেলে স্ত্রীসহ আমি পত্নীতলা যাওয়ার জন্য বাসের অপেক্ষায় চৌমাশিয়া বাজার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলাম। এসময় নওগাঁ থেকে নিতপুরগামী যাত্রীবাহী একটি বাসের সুপারভাইজার আমাদের তাদের বাসে উঠতে বলে। আমরা তার বাসে না উঠায় বাসের সুপারভাইজার আমার স্ত্রীকে উদ্দেশে করে অশ্লিল মন্তব্য করে। আমার স্ত্রী তার কথার প্রতিবাদ করলে সুপারভাইজারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে আমার স্ত্রীর নাকে ঘুষি মেরে রক্তাক্ত করে। এসময় আমি আমার স্ত্রীকে সামলাতে গিয়ে বাসটি পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আমার স্ত্রীকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি।
নওহাটা পুলিশ ফাঁড়ির কনস্টেবল ফারুক এ বিষয়ে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
প্র্রচ
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|