ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি ট্রাক উল্টে অন্তত চার জন নিহত ও অপর চার জন আহত হয়েছে। রবিবার পুলিশ জানিয়েছে, রাজ্যের সুরাট শহরের ওল্ড সারোলি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, শ্রমিকবাহী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, এই দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। চালকটির বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে।
আরপি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|