ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের এমবিশন রেসিডেনসিয়াল স্কুল থেকে নিখোঁজ চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্রী কৃষ্ণা সাহাকে (১০) পাঁচদিন পর বৃহস্পতিবার রাতে ঢাকায় উদ্ধার করেছে পুলিশ ।
গত রবিববার দুপুরে ছনকান্দা গ্রীণ রোডের এমবিশন রেসিডেনসিয়াল স্কুল থেকে টিফিনের সময় স্কুলে বইয়ের ব্যাগ রেখে নিখোঁজ হয় ছাত্রী কৃষ্ণা সাহা। ফুলপুর পৌর শহরের সাহাপাড়ার পুলিশের সাব-ইন্সপেক্টর মৃত অনিল সাহার কন্যা কৃষ্ণা সাহা নিখোঁজের ঘটনায় মা অঞ্জু সাহা বাদী হয়ে ফুলপুর থানায় নারী ও শিশু আপহরণের মামলা দায়ের করে।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আবু বকর সিদ্দিক শুক্রবার জানান, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পথচারীরা সন্ধ্যা ৭ টার দিকে স্কুল ছাত্রী কৃষ্ণা সাহকে জিআরপি থানায় নিয়ে যায়। পরে ফুলপুর থানা পুলিশকে জানালে; মামলার তদন্তকারি কর্মকর্তা কৃষ্ণাকে আনার জন্য ঢাকার কমলাপুর জিআরপি থানায় পৌছে এবং তাকে নিয়ে যায়।
বিএম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|