পাবনা প্রতিনিধি: পাবনার চরঘোষপুর গ্রামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছ তার পাষন্ড স্বামী। রোববার রাতের কোন এক সময়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। সোমবার সকাল ৯টার দিক সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল সদর উপজেলার ঘোষপুর গ্রামে গিয়ে গৃহবধুর লাশ উদ্ধার করেছ।
জেলা পুলিশর বিশেষ শাখার (ডিএসবি) কর্মকর্তা (ডিআইও-১) এ তথ্য নিশ্চিত করছন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সদর উপজেলার চর শানিকদিয়ার গ্রামের ফজলুল হকের মেয়ে জলি খাতুন (২৪)’র সাথে চর ঘোষপুর গ্রামের শিমুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী যৌতুক দাবী করে আসছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। রোববার রাতের কোন এক সময়ে পাষন্ড স্বামী শিমুল নিজ বাড়ীতে স্ত্রী জলি খাতুনকে পিটিয়ে হত্যা করে। গ্রামবাসীরা জানায়, তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর স্বামীসহ পরিবারের লোকজন বাড়ী ছেড়ে পালিয়ে গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানার প্রস্তুতি ও মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এইবেলাডটকম/পল্লব হোড় পলাশ/এআরসি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com