দুই বছর বয়সী শিশু শারমিনকে নিয়ে বাড়ির উঠোনে খেলা করছিল মা। কিন্তু দুপুরের রান্নার ব্যস্ততার কারণে শিশু আর খেয়াল রাখতে পারেননি। এই ফাঁকে শিশু শারমিন হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের ডোবার পাড়ে খেলতে চলে যায় চলে যায়। এক পর্যায়ে শিশুটি পানিতে পড়ে নিখোঁজ হয়। কিছুক্ষণ পর শিশুটির কথা মনে পড়ে মায়ের। তখন আশেপাশের খোঁজাখুঁজি শুরু করে মাসহ বাড়ির অন্যরা। পরে বাড়ির পাশের ডোবায় শিশুটিকে ভাসতে দেখে সবাই।
তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পল্লী চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রবিবার দুপুর তিনটার দিকে এমন ঘটনা ঘটে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামে।
ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com