পিরোজপুরে আন্ত:জেলা পুলিশ হ্যান্ডবল টুর্নামেন্ট-২০১৭ (বরিশাল রেঞ্জ) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।
সোমবার বিকেলে পিরোজপুর জেলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত এ খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মো : ওয়ালিদ হোসেন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মো: মাঈনুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইন সার্ভিস) মুকিত সরকার, সহকারী পুলিশ সুপার (সদর) মো: রিয়াজ হোসেন (পি.পি.এম)।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস, ইন্সপেক্টর (তদন্ত) হাচনাইন আবু পারভেজ সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ। এ আন্ত:জেলা পুলিশ হ্যান্ডবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় বরগুনা জেলা পুলিশ দলকে ২-১১ গোলে হারিয়ে বরিশাল আর আর এফ দল চ্যাম্পিয়ান হয়।
টি/আরডি/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|