অবশেষে সেই দিন ঘনিয়ে এলো। মা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।
শনিবার দুপুর ১টা ৩৩ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে শুভশ্রীর কোলজুড়ে আসে পুত্র সন্তান। ছেলে সন্তান হওয়ায় বেশ খুশি বাবা রাজ চক্রবর্তী।
জানা যায়, রাজ ও শুভশ্রী দম্পতির সন্তানের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেও। ছেলের নাম রেখেছেন যুবান চক্রবর্তী।
এর আগে শুভশ্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে মা হওয়ার ঘোষণা দেন। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। তাতে দেখা যায়, মুখোমুখি শুয়ে আছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। রাজের হাতে একটি নেমপ্লেট। তাতে লেখা ছিল, ‘বেবি কামিং ২০২০।’
২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে রাজ-শুভশ্রীর প্রেমের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটে। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
নি এম/