ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সামনে আজও ব্যাচ ভিত্তিক নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামীকাল জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল এবং ১৯ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।
অ্যাসোসিয়েশনের আন্দোলনরত নার্সরা জানান, ২০০৬ সাল থেকে দু’বার নার্স নিয়োগ দেয়া হলেও সেখানে ব্যাচ ভিত্তিক নিয়োগ দেয়ার নিয়ম মানা হয়নি। বরং গত ১০ বছর যারা নিয়োগের অপেক্ষায় আছে তাদের সঙ্গে প্রহসন করে পরীক্ষায় অংশ নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। হঠাৎ এই নিয়ম প্রচলন করতে কোন বাড়তি সময় দেয়া হয়নি বলে জানান তারা।
এইবেলাডটকম/এআরসি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com