ফেনী সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে কভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন। শুক্রবার ভোরে সদর উপজেলার ছনুয়ায় এ দুর্ঘটনা ঘটে।
মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাহবুবুল আলম জানান, ছনুয়ায় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্ক করা ছিলো একটি পিকআপ। শুক্রবার ভোর ৪টার দিকে চট্টগ্রামগামী একটি কভার্ডভ্যানের ধাক্কায় পিকআপটি উল্টে যায়। এতে কভার্ডভ্যানে চালক ও সহকারীসহ তিনজন আহত হন।
পরে পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে। আহত অন্য ব্যক্তিকে ‘আশংকাজনক’ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে জানান তিনি।
দুর্ঘটনার সময় পিকআপকে কেউ ছিলেন না জানিয়ে এসআই মাহবুবুল বলেন, সকালে ক্ষতিগ্রস্থ গাড়ি দুটি সড়ক থেকে সরানো হয়েছে, ফলে যানজটের সৃষ্টি হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম জানাতে পারেনি পুলিশ। নিহত দুইজনের লাশ ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
আহত ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিএম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|