দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠী। সম্প্রতি একটি ডায়াগনস্টিক সেন্টারে দেখা গিয়েছিলো শিল্পা শেঠিকে। এরপর থেকেই গুঞ্জনের শুরু।
তবে, বিষয়টিকে মিথ্যা দাবি করে শিল্পা জানান, “হায় ঈশ্বর! আমি আমার নিয়মিত চেক আপের জন্য ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলাম। এটি জানার জন্য যে, আমার শরীরের সবকিছু ঠিক আছে কিনা। কিন্তু আমি অন্তঃসত্ত্বা না।”
দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন শিল্পা শেঠি। সবশেষ ২০১৪ সালে ‘ঢিশকাও’ ছবিতে দেখা গেছে তাকে। বর্তমানে স্বামী, সন্তান ও ব্যবসা নিয়েই ব্যস্ত সময় কাটে তার।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|