বাংলাদেশ বাণী টোয়েন্টিফোর ডটকম,বগুড়া প্রতিনিধি : জেলায় কালবৈশাখীর ঝড় গম চাষ ব্যাহত হলেও এ বছর গম উৎপাদন সন্তোষজনক। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দু’শ হেক্টর বেশি জমিতে গমের চাষ হয়েছে।
২ হাজার ৩১৫ হেক্টর জমিতে সাড়ে ৬ হাজার মেট্রিক টন গম উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। অথচ আবাদ হয়েছে আড়াই হাজার হেক্টর জমি। এ পরিমান জমিতে ৬ হাজার ৮শ’ মেট্রিক টন গম উৎপাদন হবে এমনটাই আশা করা হয়েছে।কৃষকরা জানিয়েছেন, এ বছর একদিকে কালবৈশাখী ও শিলাবৃষ্টির আঘাতে গম উৎপাদন ব্যাহত হয়েছে, অন্যদিকে কৃষক গমের ন্যায্য মূল্য পাচ্ছেন না। তারা সরকারি সংগ্রহ মূল্যের সমপরিমান দাম পেলে, আগামীতেও গম চাষে উৎসাহিত হবেন।
এইবেল ডট কম/এইচ আর
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|