বন্যায় পানিবন্দী ঘরের দেয়াল ধসে পড়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিদ্ধিগ্রামের বিলাসী রাণী (৫৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন। বুধবার বিকেলে দেয়াল ধসে পড়ার এ ঘটনা ঘটেছে। স্থানীয় কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাংসারিক কাজকর্ম সেরে বন্যায় পানিবন্দী বাড়ির পাশ দিয়ে ঘরে প্রবেশের মুহুর্তে হঠাৎ করে বিলাসীর ওপর দেয়াল ধসে পড়ে। এ সময় প্রতিবেশিরা ছুটে এসে দ্রুত দেয়ালের মাটি অপসারণ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর উদ্দিন আল ফারুক জানান, বন্যার পানিতে বিলাসীর মাটির বাড়ি পানিবন্দী থাকায় ঘরের দেয়াল দুর্বল ছিল। দুর্বল ঘরের দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই বিলাসী রাণী মারা যায়।
আরডি/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|