বানারীপাড়ায় বিরোধপূর্ণ জমির গাছের আমড়া পাড়াকে কেন্দ্র করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ৫ জনকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫ জনকে সুনির্দিষ্ট ও ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামী করে আহত সরজু হালদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ওই অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশাল জেলার সৈয়দকাঠি ইউনিয়নের মালিকান্দা গ্রামের কৃষক হরেন হালদারের সঙ্গে পার্শবর্তী মোক্তার আলী হাওলাদার ও তার ছেলেদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে শনিবার সকাল পৌনে ৯টার দিকে মোক্তার আলী হাওলাদার ও তার ছেলে জাকির হোসেন, আলমগীর হোসেন, কবির হাওলাদার এবং মহসীন হাওলাদারের নেতৃত্বে ৯/১০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কৃষক হরেন হালদারের সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে আমড়া পাড়তে যায়।
এসময় তাদের বাঁধা দিতে গেলে হরেন হালদার ও তার স্ত্রী সরজু হালদারকে বেদম মারধর ধরে আহত করা হয়। হামলাকারীদের হাত থেকে তাদের রক্ষা করতে গেলে একই বাড়ির সীমা হালদার, নারায়ণ হালদার ও রতন হালদার হামলার শিকার হন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|