লালমনিরহাটের কুলাঘাটে সকাল থেকেই ধরলা নদীর পানি বিপদসীমার ১১০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ঠিক এমন সময় পানি প্রবল স্রোতে ভেসে যাচ্ছিল বসতবাড়ি।
আর চোখের সামনে বসতবাড়ি ভেসে যাওয়ার দৃশ্য দেখে তা রক্ষায় ঝাপিয়ে পড়ে বাসিন্দরা।
শেষ পর্যন্ত বাড়ি রক্ষা তো হয়নি, বরং দুই পরিবারের চার সদস্য মৃত্যু কোলে ঢলে পড়েন। তাদের উদ্ধার করতে গিয়ে প্রতিবেশি আরও তিনজন নিখোঁজ হয় বলে জানান কুলাঘাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী।
লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া গ্রামে রবিবার বিকেলে এই ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া গ্রামের মোজাম আলী (৪৫), তার স্ত্রী আসমা বেগম (৩৮), একই গ্রামের আব্দুল হামিদ (৩৬) ও তার ছেলে রিদয় (৯)। নিখোঁজ ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) উদয় কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নি এম
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|