আজকের অঘোষিত সেমিফাইনালের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। জিতলেই ফাইনাল। হারলেই নিদাহাস কাপ থেকে বিদায়ের টিকিট হাতে চলে আসবে। এমন বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি আজ বাংলাদেশ।
বৃহস্পতিবার বিকাল পাঁচটায় কলম্বো পৌঁছেছেন সাকিব আল হাসান। প্রায় দুই মাস খেলার বাইরে বলে ম্যাচ ফিটনেসের ঘাটতি কিছুটা থাকতে পারে। তাছাড়া শুক্রবার মাঠে নামতে সমস্যা নেই বিশ্বসেরা অলরাউন্ডারের। বৃহস্পতিবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এমনটাই বলেছিলেন সাকিবের চোট সম্পর্কে।
যে ম্যাচে বাড়তি চাপ-তাপের সঞ্চার করলো বৃহস্পতিবার বিকালে কলম্বোতে দলের সঙ্গে সাকিবের যুক্ত হওয়া। তাতেই বদলে গেছে ম্যাচের আবহ, ম্যাচ কেন্দ্রিক সব আলোচনা।
শেষ অব্ধি বাঁহাতি এ অলরাউন্ডার আজ একাদশে ফিরলে স্বাগতিক শ্রীলঙ্কার জন্য কঠিন চ্যালেঞ্জই হবে বাংলাদেশকে মোকাবিলা করা। খেত্তারামার প্রেমাদাসা স্টেডিয়ামে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ও বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|