বাংলাদেশ আলোর পথ না অন্ধকারের পথে যাবে তা আগামী নির্বাচনে প্রমাণিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে নাসিম এ কথা বলেন।
বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা আলোচনা সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, কোনো দল নয়, জনগণকে সাথে নিয়ে নির্বাচনে যাবে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের শক্তি থাকবে না ঘাতকের বাংলাদেশ হবে, অন্ধকারের বাংলাদেশ হবে না আলোচিত বাংলাদেশ হবে তার প্রমাণ হবে আগামী নির্বাচনে। আমাদের ছাত্রলীগের ভাই-বোনদের মনে রাখতে হবে: আগামী কয়েকটা মাস গুরুত্বপূর্ণ মাস। এ মাসে চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে নির্বাচন ভণ্ডুল করার জন্য। এবার নির্বাচন জনগণের ভোটে হবে। পতন যদি হয় ওই খালেদা জিয়ার দলের পতন হবে ইনশাল্লাহ, আমাদের পতন হবে না।
অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।
আরপি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|