হবিগঞ্জের বানিয়াচংয়ের দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ গ্রামে পল্লীবিদ্যুৎয়ের তারে স্পৃষ্ট হয়ে আবদুল কদ্দুছ (৪৪) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
জানা গেছে, রবিবার গাছের ঢাল কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, প্রথমরেখ গ্রামের মতিন মিয়ার বাড়িতে ৩ শ’ টাকা দিনে কাজ করছিলেন আবদুল কদ্দুছ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এসসি/বিএম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|