গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ছাগলকে স্পর্শ করে মারা গেছে রিপন মিয়া (৯) নামে এক শিশু। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোয়ালি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানায়, ওই গ্রামের জনৈক আহম্মেদ হোসেনের সেচ মোটরের বিদ্যুৎ লাইন ঝড়ে ধানক্ষেতে পড়েছিল। তা মেরামত না করায় ধানক্ষেতে ঘাস খেতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে দুটি ছাগল মারা যায়।
ছাগলের মালিক হামিদুল ইসলাম তার ছেলে রিপন মিয়াকে সঙ্গে নিয়ে ছাগল খুঁজতে গেলে ধানক্ষেতে ছাগল দুটিকে পড়ে থাকতে দেখে। এ অবস্থায় রিপন ছাগলকে স্পর্শ করলে সেও ঘটনাস্থলেই মারা যায়।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|