বউয়ে হচ্ছিল না, তার সঙ্গে কলাও লাগবে বিরাটদের। এবারের ইংল্যান্ড সফরে গিয়ে না কি কলা খেতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। হাতে সময় পড়ে মাত্র সাত মাস৷ তারপরই ইংল্যান্ডের মাটিতে যুদ্ধের দামামা বেজে যাবে৷ সেই ক্রিকেট যুদ্ধের আগে ভারতীয় দলের আবদার বলতে এইটুকুই৷ ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুয়ায়ী সুপ্রিম কোর্টের নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের কাছে এই দাবিদাওয়া গুলোই চেয়েছেন বিরাট অ্যান্ড কোং৷
ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের সময় কয়েক সপ্তাহ স্ত্রী’দের পাশে চাইছেন কোহলিরা৷ সেই সঙ্গে বিদেশের মাটিতে পছন্দের ফল চাই বিরাটদের৷ ফলের তালিকায় অবশ্যই থাকছে কলার নাম৷
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী সপ্তাহ দুয়েক আগে হায়দরাবাদে একটি রিভিউ বৈঠকের আয়োজন করেছিল কমিটি অব অ্যাডমিনিসট্রেটরস। ওই বৈঠকেই বিরাটরা অভিযোগ জানিয়েছেন, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাঁদেরকে পছন্দ অনুযায়ী ফল আহার করাতে পারেননি। যা শুনে কমিটি অব অ্যাডমিনিসট্রেটরস বিসিসিআই-কে ধমক দিয়ে বলে, বোর্ডের উচিত ছিল নিজের টাকা খরচ করে ক্রিকেটারদের জন্য কলার বন্দোবস্ত করে দেওয়া। সূএ: এএনএন নিউজ
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|