অর্থনীতি :: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। প্রত্যাশার চেয়ে ডলারের মান কম হওয়ায় ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে মূল্যবান ধাতুটি।
ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে বৃহস্পতিবার আউন্সপ্রতি ২ দশমিক ৯ ডলার বেড়েছে স্বর্ণের দাম। এ দিন শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ২৬৯ দশমিক ৫০ ডলারে। তবে বৃহস্পতিবার দাম বাড়লেও চলতি মাসের শুরুর দিকের তুলনায় পণ্যটির দাম এখনো ৩ দশমিক ৫ শতাংশ কম রয়েছে।
স্বর্ণের পাশাপাশি দাম বেড়েছে রুপারও। ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে এ দিন আউন্সপ্রতি ১ দশমিক ৩ সেন্ট দাম বেড়েছে পণ্যটির। বৃহস্পতিবার প্রতি আউন্স রুপা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১৭ দশমিক ৬৩৯ ডলারে বিক্রি হয়েছে।
আগামী বছরের জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে বেড়েছে প্লাটিনামের দাম। তবে ডিসেম্বরের চুক্তিতে দাম কমেছে প্যালাডিয়ামের। বৃহস্পতিবার প্রতি আউন্স প্লাটিনামের দাম ৯০ সেন্ট বেড়ে ৯৬৪ দশমিক ৯০ ডলারে বিক্রি হয়েছে। অন্যদিকে ৭ দশমিক ৭৫ ডলার কমে প্রতি আউন্স প্যালাডিয়াম বিক্রি হয়েছে ৬১৩ দশমিক ২০ ডলারে।-খবর মার্কেটওয়াচ।
এইবেলাডটকম/নীল
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|