চলতি বছরের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন সাব্বির রহমান। এবার নতুন চুক্তি থেকে ছিটকে গেলেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
গত এক বছরে বাদ পড়া ক্রিকেটারদের পারফরম্যান্স আশাতীত ছিলো না। তাই বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের নতুন চুক্তিতে রাখা হয়নি এ তারকাদের।
বুধবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
তবে আরও তিন ক্রিকেটারকে চুক্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও তাদের নাম প্রকাশ করেননি তিনি। বুধবার বিসিবির সভা শেষে এ তথ্য জানান বিসিবি সভাপতি।
এদিকে চুক্তিতে বহাল থাকা বাকি ১০ ক্রিকেটার হলেন- মাশরাফি বিন মর্তুজা, তাইজুল ইসলাম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, রুবেল হোসেন ও মেহেদি হাসান মিরাজ।
চুক্তি থেকে বাদ পড়া ক্রিকেটার দের নিয়ে পাপন বলেন, অন্য কিছু নয়, পারফরম্যান্স নেই বলেই তাদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|