সিরাজগঞ্জের বেলকুচিতে বুধবার বেলা ১১.৩০ টার দিকে চালা গ্রামে শাহপুর থেকে ছেড়ে আসা অটোভ্যানের নিচে পড়ে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু ডাঃ সুমন চন্দ্র দাস এর বড় ছেলে সৌমিক দাস (৫)। সে ওই গ্রামেরই বাসিন্দা।
এলাকা ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সৌমিক দাস ও তার ঠাকুরমার সঙ্গে তাদের বাড়ির নিকট দোকান থেকে বাড়ি আসার পথে শাহপুর থেকে ছেড়ে আসা অটোভ্যানটি ছেলেটির উপর তুলে দেয়। আহত অবস্থায় শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে সঙ্গে সঙ্গে প্রথমে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এবং সেখান থেকে সিরাজগঞ্জ রিলিজ করলে রাস্তায় শিশুটির মৃত্যু হয়।
তবে এলাকাবাসীর সহযোগিতায় অটোভ্যানটি আটক করলেও ভ্যান চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
বিকালে এ ব্যাপারে বেলকুচি পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিল মোঃ আক্তার হোসেন ও বেলকুচি থানার পুলিশ নিহত শিশুটির বাবার নিকট মামলা করার প্রশ্ন করলে ডাঃ সুমন চন্দ্র দাস মামলা করবে না বলে সে পুলিশ ও কাউন্সিলনের নিকট জবানবন্দি দেয়। পরে শিশুটিকে সৎকারের জন্য নিয়ে যায়।
নি এম/চন্দন
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|