বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করেছে। বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের নবম আসর শনিবার অনুষ্ঠিত হয়।
রাজধানীর লা-মেরিডিয়ান ঢাকা হোটেলে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। নবম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে সর্বমোট ১০৩টি ব্র্যান্ডকে সম্মানিত করা হয়। প্রতি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্র্যান্ডগুলোর প্রতিনিধিদের সম্মাননা পদক দেয়া হয়। পদক পান সেরা দেশীয় ১০ ব্র্যান্ড। এবং সেরা ১০ ব্র্যান্ড এর প্রতিনিধিরা।
সেরা ৩০টি ব্র্যান্ড এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে যথাক্রমে গ্রামীণফোন, হরলিকস এবং রূপচাদা। দেশীয় সেরা ১০টি ব্র্যান্ড এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে যথাক্রমে ইস্পাহানী মির্জাপুর চা, রাঁধুনী মসলা এবং সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল।
২০০৮ সাল থেকে শুরু হওয়া এ পুরস্কারে দেশের সর্বাধিক প্রিয় ব্র্যান্ডগুলোকে সম্মাননা জানানো হয়। এটি বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রদায়ের সাফল্যের স্বীকৃতি এবং ব্র্যান্ড বিল্ডিংয়ে তাদের কৃতিত্ব করার শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম।
আরপি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|