ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল লোকনাথ সেবা সংঘের উদ্যোগে শ্রী শ্রী মোহন লাল জিউর মন্দির প্রাঙ্গণে লোকনাথ বাবার স্মরণে বুধবার মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে ২৪ প্রহর ব্যাপী নামযজ্ঞ ও মহোৎসব।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে নাম সুধা বিলাইবেন শিখাশ্রী সম্প্রদায়, গোপালগঞ্জ। জীবনানন্দ সম্প্রদায়, নড়াইল। রায় ঠাকুর সম্প্রদায়, ফরিদপুর। বিনধনী সম্প্রদায়, গোপালগঞ্জ। ভক্ত প্রহল্লাদ সম্প্রদায়, শাহবাজপুর এবং স্থানীয় মোহনলাল সম্প্রদায়।
প্রতিদিন সকালে বাল্যভোগ, মধ্যাহ্নে রাজভোগ ও বিকালে মহাপ্রসাদ বিতরণ করা হবে। উক্ত অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দ উপস্থিত হয়ে মহা অনুষ্ঠানকে সফল করে কৃতার্থ করার আবেদন জানিয়েছেন লোকনাথ সেবা সংঘের দীন ভক্তবৃন্দ।
ডি/এসএম
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|