এশিয়া কাপের সুপার ফোরে নিজদের শেষ ম্যাচে শেষ বল পর্যন্ত গড়ানো ম্যাচটিতে ভারতকে রুখে দিয়েছে আফগানিস্তান। দুই বলে এক রানের প্রয়োজন থাকলেও ভারত তা নিতে ব্যর্থ হয়। ফলে ম্যাচটি টাই হয়।
সুপার ফোরের শেষ ম্যাচে মোহাম্মদ শাহজাদ ও মোহাম্মদ নবীর অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ভারতকে ২৫৩ রানের টার্গেট দেয় আফগানিস্তান।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের হয়ে সেঞ্চুরি করেন মোহাম্মদ শেহজাদ। কিন্তু উপরপাশ থেকে তাকে কেউই সাপোর্ট দিতে পারেনি।
শেষ পর্যন্ত নবীর হাফ সেঞ্চুরির কল্যানে ভারতকে ২৫৩ রানের টার্গেট দেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নামানে ভারতের দুই নতুন ওপেনার লুকেশ রাহুল এবং আম্বাতি রাইদু।
লোকেশ ৬০ এবং রাইদু আউট হোন ৫৭ রানে। এরপরে একে একে ফিরে যান ধোনি, পান্ডে, যাদবরা। যদিও জয়ের কাছাকাছিতে ছিল ভারতীয় দল। কিন্তু শেষ ২ বলে ১ রান দরকার ছিল হাতে ছিল ১ উইকেট, ব্যাটিংয়ে ছিলেন জাদেজা আর বল করছিলেন রাশিদ খান। জাদেজা বলটি উড়িয়ে মারতে গিয়ে নাজিবের হাতে তলুবন্ধি হয়। আর এই ম্যাচের ফলাফল হত ড্র।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|