মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
মঙ্গলবার, ৫ই চৈত্র ১৪৩০
সর্বশেষ
 
 
ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ব্রিটিশ প্রধানমন্ত্রী
প্রকাশ: ০৪:২২ pm ০৪-১২-২০২০ হালনাগাদ: ০৪:২২ pm ০৪-১২-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


সামনের বছর ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই তাঁকে এ আমন্ত্রণ জানিয়েছেন। আর সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বরিস জনসন।

চলতি বছরের ২৭ নভেম্বর টেলিফোনে কথা বলার সময় বরিস জনসনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। অন্যদিকে ২০২১ সালে যুক্তরাজ্যে জি-সেভেন সম্মেলনে অংশগ্রহণের জন্য মোদিকে আমন্ত্রণ জানান বরিস জনসন।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছেন। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে করোনাভাইরাস নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন দুজনই।

গত ২৭ নভেম্বর নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় জানান, বন্ধু জনসনের সঙ্গে দারুণ আলোচনা হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি আমরা।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71