ভোলার চরফ্যাশনে সন্তানের সামনে স্বামী-স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার রাতে পৌর সভা ২নং ওয়ার্ড থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্বামী নিরব (২৮) ও স্ত্রী সারমিন (২৪) একই এলাকার বাসিন্দা। নিহত সারমিনের এটি দ্বিতীয় বিয়ে ছিল। ২/৩ মাস পূর্বে তারা প্রেম করে বিয়ে করেছেন। তাদের আহাদ নামে দেড় বছরের পুএ সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘর থেকে শিশুর কান্না শুনে স্থানীয়রা ঘরের দরজায় ধাক্কা দেয়। এসময় কোনো সাড়া না পেয়ে তারা ভেতরে ঢুকে দেখেন স্বামী নিরব মাটিতে পড়ে আছেন আর স্ত্রীর ওড়না পেচানো লাশ ঘরের চালের সঙ্গে ঝুলছে। পরে তারা থানায় খবর দেন।
চরফ্যাশন থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, স্বামীর লাশ মাটিতে পাওয়া যায় এবং স্ত্রীর ঝুলন্ত লাশ গলায় ওড়না পেচানো অবস্থায় দেখা যায়। আর ওড়নাটা কাটা ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে।
চরফ্যাশন থানার ওসি এনামূল হক জানান, এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নি এম
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|