সাম্প্রতিক বছরগুলোতে দুর্দান্ত খেলছেন আব্দুল মজিদ। সদ্য শেষ হওয়া জাতীয় লিগে করেছেন দুটি সেঞ্চুরি।
বুধবার শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের প্রথম দিনের খেলায় সেঞ্চুরি তুল নিয়েছেন মধ্যাঞ্চলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।
দলের ব্যাটিং ব্যর্থতার দিনে লড়াকু এক সেঞ্চুরি তুলে নিয়েছেন আবদুল মজিদ। চার নাম্বারে ব্যাট করতে নেমে ১১৬ রানে অপরাজিত আছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১৯৪ বলের ইনিংসে ১২টি চার আর ৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
মজিদ হার না মানা সেঞ্চুরি করলেও দলের বাকি ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ। ৭৩ রানে ৬ আর ১৫৮ রানে ৯ উইকেট হারানো দলকে বলতে গেলে একাই টেনে নিয়েছেন মজিদ।
দশম উইকেটে মজিদকে যোগ্য সঙ্গ দিয়েছেন শহীদুল ইসলাম। এই উইকেটে এখন পর্যন্ত তারা অবিচ্ছিন্ন ৮৯ রানে। শহীদুল ৪১ রানে ব্যাট করছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২৩ রান।
সাউথ জোনের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন আল আমিন হোসেন আর আবদুর রাজ্জাক। ২টি উইকেট শিকার রুবেল হোসেনের।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|