কুমিল্লার মনোহরগঞ্জে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে উপজেলার বড় কাঁচি এলাকার লোকজন লাগেজভর্তি একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ও স্থানীয়দের ধারনা, অজ্ঞাত ঐ যুবতীকে হত্যা করে কেউ রাস্তার পাশে লাশ ফেলে দিয়ে গিয়েছে।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন ভুঁইয়া ইত্তেফাককে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নি এম/এস কে
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com