ওসমান; (জামালপুর প্রতিনিধি): সারাদিন বৃষ্টি উপেক্ষা করে জামালপুরের সংরিক্ষত আসনের এমপি মাহজাবিন খালেদ বেবী আজ শুক্রবার ইসলামপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
এসময় তারা সাথে সফর সঙ্গী ছিলেন মনিরুজ্জামান মনি, জহুরুল ইসলাম, নারায়ন মোদক, কাজল, মোবারক, ফিরোজ মাস্টার, বাবুল, শহিদুল্লাহ ও এজেলসহ অনেকেই। তিনি উপজেলার বেলগাছা ইউনিয়নের মধ্য বেলগাছা গ্রাম,জারুতলা বাজারসহ বিভিন্ন এলাকা মানুষের সাথে কৌশল বিনিময় করেন। মধ্যবেলগাছা সড়কে আশ্রিত অবস্থানরত বন্যার্তদের খোঁজখবর নেন এবং ধর্য্যরে সহিত প্রকৃতি দূর্যোগ বন্যা মোকাবেলার জন্য বন্যার্তদের সাহস দেন।
এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বর্ন্যাত মানুষের পাশে আছেন, তিনি আমাদের মাধ্যমে সব সময় আপনাদের খোঁজ খবর নিচ্ছেন।
এইবেলাডটকম/গোপাল/এসএম/সুমন
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|