শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার, ৬ই বৈশাখ ১৪৩১
সর্বশেষ
 
 
মাগুরায় নকল নবিশদের চাকুরী স্থায়ী করনের দাবীতে মানববন্ধন
প্রকাশ: ০৫:৩৫ am ১৭-০৪-২০১৬ হালনাগাদ: ০৫:৩৫ am ১৭-০৪-২০১৬
 
 
 


মাগুরা প্রতিনিধি : ১২ মাসের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবীতে আজ রবিববার মাগুরায় মানববন্ধন করেছে রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা। 

শহরের রেজিষ্ট্রি ভবনের সামনে দুপুর ১২ টায় এ মানববন্ধন হয়। সেখানে বক্তব্য রাখেন- নকল নবিশ মাগুরা জেলা সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক মনিরুল ইসলাম পলাশ, একেএম জহুরুল কাইয়ুম কল্লোলসহ অন্যরা।

বক্তারা জানান- প্রত্যেক জেলার সাব রেজিষ্ট্রি অফিসে মূল দলিল রেজিষ্ট্রি ও সেটিকে যথাযথ নথিভূক্ত করার ক্ষেত্রে নকল নবিশরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দীর্ঘদিন ধরে উন্নয়ন খাতের বিশেষ বরাদ্দ থেকে বেতন হয়ে আসছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি থাকা সত্বেও দীর্ঘদিন ধরে তাদের চাকুরি জাতীয়করনের বিষয়টি ঝুলে আছে।

পাশাপাশি সরকারের কাছে ১২ মাসের বেতন বকেয়া থাকায় তারা এখন মনবেতর জীবন যাপন করছেন। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধসহ তাদের চকরি জাতীয়করনের দাবী জানান তারা। 

এইবেলাডটকম/রূপক/এএস 
 

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71