সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, মানবিক বিকাশে সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। আগামী প্রজন্মকে মানুষ হিসেবে গড়ে তুলতে হলে লেখাপড়ার পাশাপাশি সংষ্কৃতি চর্চাও করতে হবে।
মঙ্গলবার (৯ অক্টোবর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে আন্তর্জাতিক নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পুথিগত বিদ্যার মধ্যে আটকে না রেখে মুক্তিযুদ্ধের চেতনা লালন করে সংস্কৃতিমনা করে গড়ে তোলার মাধ্যমে অসাম্প্রদায়িক বাঙ্গালী হিসেবে গড়ে তুলতে হবে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন পঞ্চগড়ের সহায়তায় নাট্য সংগঠন ভূমিজের উদ্যোগে ৭দিনব্যাপী আয়োজিত এই নাট্য উৎসবে বাংলাদেশ, ভারত ও নেপালের নাট্যদল অংশ নেন।
পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, আওয়ামীলীগ নেতা আনোয়ার সাদাত সম্রাট, মজাহারুল হক প্রধান, নাঈমুজ্জামান মুক্তা এবং বাংলাদেশে নিযুক্ত নেপাল দুতাবাসের ডেপুটি মিশন কাউন্সিলর ধান বি ওলি, পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|