১৭ ফেব্রুয়ারি চট্রগ্রামের মীরসরাইয়ের মঘাদিয়া গ্রামের, ঠাকুরহাটের ভগবান মাস্টারের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এত ক্ষতি হয়েছে ২.৫ লাখ টাকার বেশি। বাড়ির মালিক অনুপম পালিত। অনুপম পালিতের পিতার নাম ভগবান চন্দ্র পালিত। শনিবার রাত ৩:৩০ মিনিটে বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
অনুপম পালিত জানান আমাদের সাথে কারো কোন ব্যক্তিগত শত্রুতা নেই। বাড়ির সঙ্গে কোন বিদুৎ সংযোগ নেই তবে কী করে এখানে আগুন লাগল। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি।
এ ব্যাপারে মীরসরাই থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।
প্রচ
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|