রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
রবিবার, ১৪ই বৈশাখ ১৪৩২
সর্বশেষ
 
 
মুজিবনগর দিবস পালিত
প্রকাশ: ০৯:০২ am ১৭-০৪-২০১৬ হালনাগাদ: ০৯:০২ am ১৭-০৪-২০১৬
 
 
 


মেহেরপুর  : ঐতিহাসিক মুজিবনগর দিবস রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয়েছে। রোববার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের কার্যক্রম শুরু হয়। মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। 

এরপর সকাল ৮ টায় পুস্পস্তবক অর্পণ, সকাল ৯ টায় শেখ হাসিনা মঞ্চে আনসার ও ভিডিপি কতৃক হে তারুণ্য তুমি দাঁড়াও এই শিরোনামে উপস্থাপনা, সকাল ৯টা ৩০ মিনিটে মুজিবনগরে আলোচনা সভা।

সকাল সাড়ে ১০টার সময় জনপ্রশান মন্ত্রী সৈয়দ আশরাফ হোসেনের সভাপতিত্বে মুজিবনগর দিবসের নানা কর্মসূচিতে অংশ নেন প্রধান অতিথি হিসেবে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু। 

 

এ উপলক্ষে আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ কখনো আন্দোলনের হুমকিতে ভয় পায় না।


বিএনপি আন্দোলনের নামে মানুষ হত্যা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে আইন আছে, বিচার আছে। আইন অনুযায়ী বিচার কাজ চলছে, চলবে। বিএনপি জামায়াতের কোনো আন্দোলন কাজে আসবে না। 
 

এইবেলা ডটকম/ আরকেএম

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71