মুন্সীগঞ্জঃ জেলার গজারিয়ার ভবের চর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন নারী পথচারী নিহত হয়েছেন।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কুমিল্লার চালিভাঙ্গার ওয়াদুদের স্ত্রী হামিদা বেগম (৪৫) ও কুমিল্লার জগনাথকান্দির অমূল্য দাস কানন (৩৫) ।
ভবের চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আশরাফুল জানান, সকালে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস ভবের চর বাসস্ট্যান্ড এলাকায় তিন নারী পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। অপর একজনকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা যান।
এইবেলা.কম/এমকে
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|