মধুচন্দ্রিমায় গিয়ে মৃত্যু মুখ থেকে ফিরে এলেন তারকা অভিনেত্রী পাওলি দাম। শৈল শহরে তুষারপাতে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন নবদম্পতি। বুধবারই সেই দুর্যোগঘন পরিস্থিতি থেকে পাওলি দাম এবং অর্জুন দেব সহ বাকি পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসে সুইস প্রশাসন। হেলিকপ্টারে করে তাঁদের উদ্ধার করা হয় বলে সংবাদ সংস্থা সূত্রের খবর।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|