ময়মনসিংহ সদর উপজেলার বয়ড়া ইউনিয়নে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষক একই সঙ্গে বিদ্যালয়টির পরিচালকও।
এ ঘটনায় ওই শিক্ষিকা মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মামলার পর থেকে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালক আবু সাঈদ পলাতক। তিনি বয়ড়া ইউনিয়নের দীঘারকান্দা পদুরবাড়ী গ্রামের বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার এ খবর নিশ্চিত করে জানান, গত ৩ আগস্ট সকাল ১০টার দিকে আবু সাঈদ ওই নারীকে তাঁর দীঘারকান্দার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এরপর তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে চুপ থাকতে বলেন। পরে বাদী ৯ সেপ্টেম্বর সকালে স্কুলে গিয়ে আবু সাঈদকে বিয়ে করার কথা বলেন। সাঈদ তাঁকে গালাগাল করে কিলঘুষি মেরে আহত করেন।
ওসি বলেন, ওই ঘটনায় স্কুলশিক্ষিকা মামলা করেছেন। আমরা দ্রুত আবু সাঈদকে গ্রেপ্তারের চেষ্টা করছি।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com