ময়মনসিংহ নগরীর দীঘারকান্দা বাইপাস মোড়ে মঙ্গলবার রাত ২টার দিকে দাঁড়িয়ে থাকা তেলের লরির সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে ময়মনসিংহ পৌরসভার কর্মচারী অভিজিত সিংহ রায় ওরফে পল্টু ও তার স্ত্রী মনি সিংহ রায়সহ তিন জন আরোহী নিহত ও আরও দুই জন গুরুতর আহত হয়েছেন।
গুরুতর আহতদের মধ্যে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহত সজিবকে ময়মনসিংহ মেডিক্যালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রাইভেটকারটি জ্বালানি নিতে বাইপাস মোড়ে যাচ্ছিল। কোতোয়ালি
মডেল থানার ওসি তদন্ত খন্দকার শাকের জানান, প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারালে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এসময় অভিজিত ও তার স্ত্রী মনি ঘটনাস্থলে ও মফিজ হাসান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ প্রাইভেট কারটি জব্দসহ নিহতদের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|