সিটি কর্পোরেশনের জরিপ অনুসারে শুধু রাজধানীতেই গত জুলাই পর্যন্ত ডিভোর্স হয়েছে ২২ হাজার ৪৮৮ টি। গত বছর ডিভোর্সের ঘটনা ছিল ৮ হাজার ২১৪ টি, ২০১২ সালে ৭ হাজার ৬৭২ টি। ২০১১ সালে মাত্র ৫ হাজার ৩২২টি।
আর এসবের মধ্যে ৭৫ থেকে প্রায় ৮০ শতাংশ ডিভোর্স দিয়েছেন নারীরাই। স্বামীদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে যৌতুক, শারীরিক ও মানসিক নির্যাতন এবং পরনারীতে আসক্তি।
কয়েকদিন আগে উত্তরায় দুই ভাইবোনের আত্মহত্যার ঘটনা জন্ম দিয়ে গেছে নানা প্রশ্নের। হতাশা, নাকি বাবা-মা’র বিচ্ছেদ, তারা কোনো ঘটনার শিকার ছিল কি না- এমন অনেক প্রশ্ন রেখে গেছে বলে মনে করছেন মনোবিজ্ঞানীরা।আইনজীবীদের মতে, অন্যান দেশের তুলনায় এদেশে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়াটা খুব সহজ বলে সংখ্যাটা ধাই ধাই করে বাড়ছে।
তাই এ আইন সংশোধনের পাশাপাশি রাজধানীতে তালাকের সংখ্যা কমিয়ে আনতে কাউন্সিলিং এর ওপর জোর দিচ্ছেন সমাজকর্মী ও মনোবিজ্ঞানীরা।
তাদের মতে এক্ষেত্রে সিটি করপোরেশন আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, কারণ বিচ্ছেদের আবেদন এবং সালিশ করতে হয় সেখানেই।
এইবেল ডট কম/এইচ আর![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|