আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে স্প্যানিশ লিগের মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায়।
অ্যাথলেটিকোর নতুন মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো উৎসবের আমেজ। চলতি মৌসুমে নিজেদের মাঠ হেসেবে ব্যবহার করা এ মাঠেই প্রথম ডার্বি ম্যাচ। তাই জয় দিয়ে অভিষেক ম্যাচটা স্মরণীয় করে রাখতে চায় অ্যাতলেটিকো।
চলতি মৌসুমটা খুব একটা ভাল যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। লিগে ১১ ম্যাচ শেষে ৭ জয়ে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লস ব্লাঙ্কোস। জিরোনা ও রিয়াল বেতিসের মত দলের কাছে হেরে বেশ ব্যাকফুটে ঠেলে দিয়েছে জিদানের দলকে। গোল পাচ্ছেন না দলের সেরা তারকা রোনালদো।
১৯২৮ সালে শুরু হয়ে এখনও একটুও রং হারায়নি রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যেকার এই রোমাঞ্চকর দ্বৈরথ। এল ক্লাসিকোর মত এতটা জনপ্রিয় না হলেও দুই জায়ান্টের এ লড়াই সমর্থকদের হৃদয়ে তৈরি করে নিয়েছে আলাদা স্থান।
দু'দলের শেষ ডার্বি ছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। এখন পর্যন্ত সব ধরণের প্রতিযোগিতায় মোট ২১৭ টি মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হয়েছে দু'দল। এর মধ্যে রিয়াল জিতেছে ১০৯ টি। অ্যাথলেটিকোর জয় আছে ৫৫ টি। ড্র হয়েছে ৫৩ টি ম্যাচ।
আরপি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|