দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
বীরগঞ্জ থানার এসআই মশিউর রহমান জানান, শনিবার সকাল পৌনে ৭টায় উপজেলার শালবাগান এলাকায় দিনাজপুর-পঞ্চগড় সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন - হাবু রায় (৬০), অশূল্য রায় (৫৫), সুশীলা রায় (৫০) ও রঙ্গিলা বালা (৬০)।
দুর্ঘটনায় আহত আটজনকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তারা নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে দিনাজপুরে কান্তজিউ রাসমেলা দেখতে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এসআই মশিউর প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, পঞ্চগড় থেকে দিনাজপুরগামী পিকআপটি বিপরীতমুখী দুটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন মারা যান।
দুর্ঘটনার পর পিকআপ ও অটোরিকশা পুলিশ হেফাজতে নিয়েছে জানিয়ে তিনি বলেন, লাশ দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরডি/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|