সনাতন হিন্দু সম্প্রদায়ের পাপমোচন পুণ্য স্নানার্থে এক অনন্য তীর্থ ভূমি নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দে আজ শনিবার থেকে শুরু হচ্ছে ধর্মীয় পবিত্র মহাতীর্থ অষ্টমী স্নান উৎসব। শুক্লাতিথি অনুযায়ী শনিবার সকাল ১০টা ৩০ মিনিট ৫০ সেকেন্ডে লগ্ন শুরু হবে। ২ দিনব্যাপী এ স্নান উত্সব শেষ হবে আগামীকাল রবিবার সকালে। আগত পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসন লাঙ্গলবন্দ ৩ কিলোমিটার এলাকা জুড়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে ব্রহ্মপুত্র নদের আশপাশের এলাকায় গড়ে উঠা শিল্প-কারখানা ও ডাইংয়ের কেমিক্যাল মিশ্রিত বর্জ্য নদীতে পড়ছে। এ ব্যাপারে আজ পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অভিযোগ। ইতোমধ্যে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীর নেতৃত্বে ব্রহ্মপুত্র নদের কচুরিপানা পরিষ্কার, লাঙ্গলবন্দ এলাকায় ১৩টি ঘাটলায় কাপড় পাল্টানো, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, স্নান ঘাটে বৈদ্যুতিক বাতি ও পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান জানান, স্নান এলাকার প্রবেশ পথে ১০টি চেকপোস্ট থাকবে। পয়েন্টে থাকবে সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবকের পাশাপাশি ১৫শ ফোর্স থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।
প্রচ
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|