২০১৮ ঈদে মুক্তি পাচ্ছে রেস-থ্রি। এদিকে ছবি মুক্তির দিন যত এগোচ্ছে, ততই সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান। এই অ্যাকশন-নির্ভর থ্রিলারে সালমান ছাড়াও রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, অনিল কাপুর, ববি দেওল, সাকিব সালিম এবং ডেইসি শাহ। তবে সকলের মধ্যে জ্যাকলিনের প্রশংসায় পঞ্চমুখ সালমান।
বৃহস্পতিবার সকালে জ্যাকলিনের একটি লাল শিফন শাড়ি পরা ছবি টুইটারে শেয়ার করেন সালমান।
তবে শুধু সালমান নন, জ্যাকলিনের প্রশংসা করতে পিছ পা হননি অনিল কাপুরও।অনিলের কথায়, ছবিতে যে সমস্ত অসাধারণ দৃশ্য রয়েছে, সেগুলোও ছাপিয়ে গিয়েছেন জ্যাকলিন।
এধরনের প্রশংসা থেকে একটি বিষয় পরিস্কার রেস থ্রি-র সমস্ত নায়করাই জ্যাকলিনের অন্ধ ভক্ত হয়ে উঠেছেন।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|