লালমনিরহাট: লালমনিরহাট শহরের আর্দশ ডিগ্রি কলেজ মাঠে আজ সকালে শিশুবিবাহ ও ইভটিজিং বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে শিশুবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে শপথ নেন কলেজের ৯’শতাধিক শিক্ষার্থী।কলেজের অধ্যক্ষ একে এম মাহবুবুল আলম মিঠু'র সভাপতিত্বে সচেতনামূলক সমাবেশেটি অনুষ্ঠিত হয়।শিশুবিবাহ, ইভটিজিংয়ের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় প্রতিরোধ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের শপথ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল ফায়েজ মো. আলাউদ্দিন খান ।বক্তব্য রাখেন কলেজের সহকারি অধ্যাপক আজিজুল হক মিলু, প্রভাষক হাবিবুর রহমান মিঠুল, শফিকুল ইসলাম ও কলেজ ছাত্র শিক্ষার্থী রুবেল প্রমুখ। উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজটি নানা সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান করে আসছে।
এইবেলাডটকম/এবি
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|