এই প্রথম গেমিং ফোন আনছে চীনের শাওমি। ফোনটিকে শাওমি বলছে শার্ক ফোন। শার্কের মতই শক্তিশালী ফোনটির কনফিগারেশন। এতে থাকছে ৮ জিবি র্যাম এবং দ্রতগতির প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫।
সম্প্রতি শাওমির শার্ক ফোন বিভিন্ন বেঞ্চমার্ক ওয়েবসাইটে তালিকাভূক্ত হয়। এরপরই ফোনটি আলোচনায় চলে আসে।
উন্নত গ্রাফিক্স সমৃদ্ধ এই ফোনটিতে শাওমি নাম দিয়েছে ব্ল্যাকশার্ক এসকেআর-এ০। সম্প্রতি শাওমি ব্ল্যাক শার্ক টেক ইনকরপোরেশন নামের একটি প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করে। এরপরই ঘোষণা দেয় শার্ক ফোন বাজারে আনার। যদিও ব্ল্যাক শার্ক নামের ওই চীনা প্রতিষ্ঠানটি এর আগে ওসিআর এবং মোবাইল ক্যামেরা নিয়ে কাজ করতো।
শাওমি জানিয়েছে, তাদের নতুন এই ফোনটিতে ফুল এইচডি ডিসপ্লে থাকছে। এর ডিসপ্লের আকার হবে ৬ ইঞ্চির। এটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে।
বিএম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|