বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি সাক্ষরের দুই দশক পূর্তি। দুই দশক পূর্তিতে রাঙামাটি জেলা স্টেডিয়ামে আয়োজিত হয়েছে তারকাবহুল বিশেষ কনসার্ট। শুক্রবার রাঙামাটি জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষ এই কনসার্ট।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হবেন। এতে বিশেষ গানের সঙ্গে নাচ প্রদর্শন করবেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই মুখ মৌসুমী ও ওমর সানী।
তানিয়া হোসেন এবং চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সঞ্চালনায় কনসার্টে সংগীত পরিবেশন করবেন মমতাজ, কনক চাঁপা, ফিডব্যাক, বাংলাদেশি আইডলখ্যাত মং, হৈমন্তী রক্ষিত মান প্রমুখ।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে পাহাড়ি জনগণের অবস্থান ও মর্যাদার স্বীকৃতি আছে।
নি এম/
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|