যশোরের শার্শার বাঁগআচড়ায় একটি অফিসের পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় ফেলে যাওয়া ফুটফুটে এক কন্যা নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাগঁআচড়া পল্লীবিদুৎ অফিসের সামনে রাজ্জাক কলুর মিলের পাশ থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কে বা কারা মেয়ে নবজাতককে বাগঁআচড়া এলাকায় ফেলে যায়। সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে নবজাতকটি কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পান। তখন আবদুর রাজ্জাকের স্ত্রী সুফিয়া খাতুন নবজাতককে কোলে তুলে নেন এবং বিষয়টি পুলিশকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকটিকে উদ্ধার করে।
শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, শিশুটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
নবজাতক উদ্ধারের ঘটনা জানাজানি হলে উৎসুক মানুষ সেখানে ভিড় জমায়। স্থানীয় ব্যক্তিদের ধারণা, নবজাতকের বয়স এক থেকে দুদিন হতে পারে।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com