শালিখায় বাল্য বিয়ের দায়ে বরের ৬ মাসের কারাদন্ড ও কনের মায়ের ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন।
আদালত সুত্রে জানাযায়, শালিখার তালখড়ি ইউনিয়নের ছান্দড়া গ্রামের আঃ আজিজ মিয়ার কন্যা ও ছান্দড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী পলি খাতুন (১৩) বাল্য বিবাহ সম্পন্ন হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে ছান্দড়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোঃ বাতেন । এসময় যশোর আর এন রোড থেকে বিবাহ করতে আসা মৃত আঃ মান্নানের ছেলে মোঃ আঃ জুয়েল (৩১) কে হাতেনাতে আটক করে ৬ মাসের কারাদন্ড দেন। একই সাথে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে মেয়ের মাতা নার্গিস বেগমকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোঃ বাতেন বলেন, বাল্যবিবাহের সংবাদ পেয়ে সেখানে গিয়ে তার বাস্তবতা দেখতে পায়। বাল্যবিবাহ ২০১৭ আিইন অনুযায়ী বাল্যবিবাহ দেয়ার অপরাধে মেয়ের মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com